Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা

জাহিদ রিপন, পটুয়াখালী, প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৯:১৯ PM

bdmorning Image Preview


চতুর্থ ধাপের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাত উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতাকারী প্রার্থীরা অংশ নেন। এসময় নির্বাচনী আচরণবিধী ও প্রচার-প্রচারণার বিষয়ে তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মাইনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার হেমায়েত উদ্দিন, জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফাসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৩১ মার্চ পটুয়াখালী জেলার সাতটি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview