Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৪তম জন্মতিথি উৎসব

হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview


ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৪৮তম জন্মতিথি উৎসব উপলক্ষে দিনাজপুর ফুলবাড়ীতে পূজা-আর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টায় রামকৃষ্ণ সেবাশ্রমের আয়োজনে এ পূজা-আর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী সমরেন্দ্র কুমার সাহা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমেয়াত্মাজী মহারাজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বাসবানন্দজী মহারাজ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রী উজ্জল দেবনাথ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সেবাশ্রম,সুজাপুর,ফুলবাড়ী দিনাজপুর, ডাঃ নিরঞ্জন কুমার রায় সাবেক সাধারণ সম্পাদক, প্রাত্তন সভাপতি অধ্যপক চিত্তরঞ্জন দাস, সঞ্চয় চক্রবর্তী প্রধান শিক্ষক, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শিবপ্রসাদ, অম্বরিশ রায় চৌধুরী, হেমন্ত রায় চৌধুরী প্রমুখ।

Bootstrap Image Preview