Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন সমন্বয়কারীর বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৮:০৯ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৮:৩৩ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী খান মো. আবু বকর সিদ্দিকীর নির্বাচনী সমন্বয়কারী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদের বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২০ মার্চ) রাত ৩টায় উপজেলা সদরের সুবিদখালী হাইস্কুল সংলগ্ন বাসভবনে দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসহ তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন বলে জানান সোহেল আহম্মেদ।

সোহেল আহম্মেদ জানান, 'বুধবার রাত ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী আবু বকর ভাইয়ের নির্বাচনী পোষ্টার নেয়ার কথা বলে দরজা খুলতে বলেন ৭ থেকে ৮ জন যুবক। দরজা খুলে দেশীয় অস্ত্রসহ মুখোশ পরিহিতদের দেখতে পেয়ে তিনি দরজা বন্ধ করতে গেলে তাকে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। মুহুর্তেই তারা ঘরের আসবাবপত্র বাহিরে নামিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তিনি দৌড়ে তার অন্যরুমে ঢুকে দরজা বন্ধ করেন এবং মির্জাগঞ্জ থানা পুলিশে খবর দেন। এর মধ্যেই কিছু নির্বাচনী পোষ্টার, দুইটি সোফাসেট ও একটি টেলিভিশন আগুনে পুড়ে যায়।'

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ঘটনা শুনে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview