Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আউশের উৎপাদন বাড়াতে সাড়ে ৪ লাখ কৃষককে বীজ ও সার দেবে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের চার লাখ ৫৯ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দেবে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আসন্ন খরিফ-১ (১৬ মার্চ-১৫ জুলাই, বাংলা চৈত্র-আষাঢ় মাস) মৌসুমের জন্য উফশী আউশে প্রণোদনা কর্মসূচি ঘোষণার সময় তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশের ৬৪ জেলার চার লাখ ৫৯ হাজার ২২৬ জন কৃষককে উফশী আউশ বীজ ও সার দেওয়া হবে, এতে ব্যয় হবে ৪০ কোটি ১৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা। প্রত্যেক কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমির জন্য পাঁচ কেজি ধানের বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৯০ টাকা পরিবহন ব্যয় এবং আনুসাঙ্গিক ব্যয় হিসেবে ২০ টাকা করে দেওয়া হবে।

কৃষিমন্ত্রী আরো বলেন, এবার আউশ মৌসুমে ১৩ লাখ ৬৫ হাজার ৪১২ হেক্টর জমিতে এই ধান চাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রণোদনার আওতায় ৬১ হাজার ৩৫৪ হেক্টর জমি থেকে এক লাখ ৫৬ হাজার ৪৫২ মেট্রিক টন আউশ চাল উৎপাদন হবে, যার মূল্য ৫৭৮ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২৪ কোটি ৬৬ লাখ ৪৩ হাজার ৪০৬ টাকার খড় পাওয়া যাবে। এছাড়া একেকজন কৃষককে সরকার ৮৭৫ টাকার বীজ ও সার প্রণোদনা হিসেবে দেবে।

Bootstrap Image Preview