Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বৃহৎ পরিসরে ৩৫ চাই আন্দোলনে নামার প্রস্তুতি, ভিপি নুরের সমর্থন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৬:৫৩ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ)। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বাস মিললেও, বাস্তবতা ভিন্ন। তাই আন্দোলনরত চাকরিপ্রার্থীরা দাবি আদায়ে শিগগিরই বড় কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে।

সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে, পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। তখন বাসাছাপ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেনসহ তিনজনকে আটকও করে পুলিশ।

এবার প্রায় মাসখানেক বিরতির পর ফের বড় কর্মসূচি ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বৈঠকে বসবেন তারা। আর এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর নৈতিক সমর্থন দিয়েছেন বলেও জানা গেছে।

বাসাছাপ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমতিয়াজ হোসেন বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে একটি কর্মসূচি ঘোষণার চেষ্টা করছি। আগামী শুক্রবার কলা ভবনে একটি বৈঠকের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তার দাবি, এবার বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ)।

তিনি আরো বলেন, ‘ডাকসু ভিপি নুরুল হকের সাথে আমার কথা হয়েছে। তিনি এ আন্দোলনের সাথে নৈতিক সমর্থন জানিয়েছেন’। আগামীতে বড় কর্মসূচি ঘোষণা করা হলে, তাতে ডাকা হবে ভিপি নুরকে।

প্রসঙ্গত, সংসদীয় কমিটি পাঁচবার চাকরির বয়স ৩৫ করার বিষয়টি সমর্থন করে সুপারিশ করেছে। তারপরও তা বাস্তবায়ন করা হয়নি।

Bootstrap Image Preview