Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদীতে আড়াই মাসে সড়কে ঝরেছে ৯ প্রাণ, আহত অর্ধশতাধিক

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


নরসিংদীতে সড়ক-মহাসড়কে প্রতিনিয়ত ঝড়ছে প্রাণ। এ সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। পুলিশের তথ্যানুযায়ী গত আড়াই মাসে সড়কে ঝড়েছে ৯ জনের প্রাণ। সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে গোটা পরিবারেরই যেন মৃত্যু হয়।

নিহতরা হলেন, ৫ বছরের শিশু জুই, রাব্বি (২৮), রকসি (২৫), স্বপন মিয়া (৩৫), সাবেক পুলিশ কনস্টেবল আবুল হোসেন (৬০) ও মেঘলা নামে ৬ মাসের এক শিশু, চারাবাগ এলাকার শাহিনুর আক্তার (৩৮), বেলাব এলাকার আসাদ মিয়া (৪৫)।

আহতরা হলেন, বিল্লাল মিয়া, শহিদ মিয়া, কাউছার, শাহিনুর আক্তার, ফরিদ মিয়া, আছিয়া বেগম, নাছিমা আক্তারসহ প্রায় ৩৫ জন।

এ দিকে আজ বৃহস্পতিবার বেলাবতে ক্যাভার্ডভ্যান চাপায় রাব্বি মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

এসব অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা বাড়লেও প্রতিরোধের তেমন কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। সড়ক দুর্ঘটনার জন্য কয়েকটি কারণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। সেগুলো হচ্ছে- ফিটনেসবিহীন গাড়ি চলাচল, লাইসেন্সবিহীন অদক্ষ চালকের ছড়াছড়ি, সড়কে অব্যবস্থাপনা ও অসচেতনতা।

সড়ক পথে দুর্ঘটনা রোধ ও গাড়ির নিয়ম মেনে চলার জন্য নরসিংদীর ট্রাফিক বিভাগ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। নরসিংদীতে বর্তমানে শতাধিক চালক থাকলেও তারা পাল্লা দিয়ে চালাচ্ছে গাড়ি এই ঢাকা-সিলেট মহাসড়কে। যার ফলে ক্রমাগতই বাড়ছে এই দুর্ঘটনা।

কিন্তু বিআরটিএ কর্তৃপক্ষ দাবি করছে, বিআরটিএ- এর লাইসেন্স আছে আংশিক পরিমাণ। অর্থাৎ, অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন চালক সড়কপথে গাড়ি চালাচ্ছে। ফলে যত্রতত্র বাড়ছে সড়ক দুর্ঘটনা।

এভাবে এই নরসিংদীতে মহামারীর মত বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা রোধে অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, আইনে পরিবর্তন এনে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়ে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন সম্ভব নয়। মূল সমস্যা অব্যবস্থাপনা। অনিয়মের সংস্কৃতি বিরাজ থাকায় এখানে চালক, যাত্রী ও পথচারী কেউ নিয়ম মানতে চায় না। একজন মানুষ যখন রাস্তায় নেমে দেখবে সবকিছু নিয়ম অনুযায়ী চলছে তখন তিনি নিজেও নিয়ম মানার তাগিদ ভেতর থেকে অনুভব করবেন।

Bootstrap Image Preview