Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিশোধ নিতে আইপিএল নিষিদ্ধ করলো  পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৬:১২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:১২ PM

bdmorning Image Preview


কাশ্মীর ইস্যুতে পাকিস্তান সুপার লিগ পিএসএলের সম্প্রচার বন্ধ করে দিয়েছিল ভারত।এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর টেলিভিশন সম্প্রচার নিষিদ্ধ  করা হলো পাকিস্তানে।

পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা—তাঁরা কিছুতেই পাকিস্তানের কোনো টিভি চ্যানেলে আইপিএল সম্প্রচারিত হতে দেবেন না। পাকিস্তানি চ্যানেলে সম্প্রচার বন্ধ তো বটেও, এ সময় বন্ধ থাকবে আইপিএল সম্প্রচারকারী যেকোনো টেলিভিশন চ্যানেল।

 বিষয়টি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় পাঠানো হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। সেখানে পাশ হলেই সিদ্ধান্তটি কার্যকর করা হবে। পাকিস্তানি ক্রীড়া সাংবাদিক, স্কাই স্পোর্টসের ক্রিকেট বিশ্লেষক সাজ সাদিক টুইটারে জানিয়েছেন, আইপিএল দেখান হবে না পাকিস্তানে। 

কাশ্মীরের পুলওয়ামা হামলার পর থেকেই দুই দেশের বিরোধ চরমে পৌঁছেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও। পিএসএল-আইপিএল নিয়ে পাল্টাপাল্টি চলছে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করতে চেয়েছিলো ভারত। কিন্তু আইসিসির আদলে সেটি করতে পারেনি। তবে  ভারত চাচ্ছে পাকিস্তানের সঙ্গে খেলাধুলা বিষয়ক যেকোনো ধরনের সম্পর্ক ছিন্ন করতে। 

Bootstrap Image Preview