Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে জীবন্ত বিড়ালকে ৪ টুকরো করে ভিডিও পোস্ট, আটক কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৬:০৩ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর গোপীবাগ এলাকায় একটি বিড়ালকে হত্যার পর তার শরীর ৪ টুকরো করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন এক তরুণী।

বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেয়ার ফর প’স (বিড়ালের জন্য ভালোবাসা)’ এর উদ্যোগে ওই তরুণীকে চিহ্নিত করে পুলিশ নিয়ে সেই বাড়িতে যায় সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

অভিযুক্ত তরুণী জানায়, তিনি ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী। ২০১৭ সালে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও তার এন্টিবায়োটিক রিঅ্যাকশন হওয়ার কারণে পড়াশোনা আপাতত বন্ধ আছে। আবারও একাদশ শ্রেণিতে ভর্তি হবেন।

তিনি আরো বলেন, আমি এর আগে ছোট ছোট সায়েন্স এক্সপেরিমেন্ট করেছি। এটাও কৌতুহল বশত করেছি। আমি খুব দুঃখিত, ভবিষ্যতে এরকম আর করবো না।

এদিকে সংগঠনের পক্ষ থেকে মো. সেলিম নামে একজন জানান, আমরা মেয়েটির এই বিভৎস কাজে ক্ষুব্ধ। তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। কিছুক্ষণ আগে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।

তিনি আরো জানান, আমরা গত কয়েকদিন চেষ্টা করে তাকে চিহ্নিত করেছি। মেয়েটি বিড়ালটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে তার মা ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তারা আমাদের সঙ্গে মীমাংসা করারও প্রস্তাব দিয়েছিলো। তবে আমরা খিলগাঁও থানা পুলিশের সহযোগিতা নিয়েছি।

মুগদা থানার ডিউটি অফিসার এসআই সুশীল জানান, ওই তরুণীর বাসায় আমাদের টিম গিয়েছে। তাকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview