Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘কোনো চাপের মুখে নতি স্বীকার নয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভোটকেন্দ্র বা ভোটকেন্দ্রের বাইরে কোনো ধরনের অনিয়ম হলে আপনারা তা মেনে নেবেন না। যার যার জায়গায় থেকে সঠিকভাবে দায়িত্বপালন করবেন। নির্বাচনে আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে কর্মকর্তাদের নিদের্শ দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।

তিনি বলেন, ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেদিকে নজর রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৃহত্তর ফরিদপুরের ৪টি জেলার আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিটা ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়ি ফিরে যেতে পারে এবং বাড়িতে স্বাভাবিকভাবে বসবার করতে পারে সে দিকেও লক্ষ্য রাখবেন। আইনের যথাযথ প্রয়োগ করে একটি আইনানুগ নির্বাচন সম্পন্ন করবেন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কর্মকাণ্ড পরিচালনার জন্য আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। আপনারা কেউ অতি উৎসাহিত হবেন না। যতটুকু দায়িত্ব আছে ততটুকু পালন করবেন। আপনারা যদি কোনো প্রকার চাপের মুখে নতি স্বীকার করে নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন তাহলে সে নির্বাচন আইনানুগ হবে না।

তিনি বলেন, নির্বাচন আইনানুগ না হলে তার সব দায়ভার নির্বাচন কমিশনের ওপর পড়বে। আমরা চাই একটি নিরপেক্ষ সুষ্ঠু অবাধ সুন্দর আইনানুগ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রকার সহিসংতা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখবেন।

উল্লেখ্য, বৃহত্তর ফরিদপুরের ১৬টি উপজেলায় ২৪ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Bootstrap Image Preview