Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধার সন্তান তৌহিদকে বাঁচাতে সাহায্যের আবেদন

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:৫২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৬:০৮ PM

bdmorning Image Preview


মুক্তিযোদ্ধা মৃত শামসুল হক ও নুরের নাহারের ছোট সন্তান তৌহিদ (১৭)। চঞ্চল তৌহিদুল ইসলাম ২০২০ সালের দাখিল পরীক্ষার্থী। মীরসরাইয়ের জোরারগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র সে। বন্ধুরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক তখন ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাতড়ে বেড়াচ্ছে তৌহিদ।

মীরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের তৌহিদুল ইসলাম ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। ৩ বোনের বিয়ে হয়ে গেছে। ২ ভাই বিয়ে করে আলাদা সংসার করছে। আধাকাঁচা ২ রুমে কোনোমতে খেয়ে না খেয়ে ২ সন্তানকে নিয়ে বেঁচে আছে নুরের নাহার।

প্রায় ২ বছর আগে তৌহিদের গলায় একটা টিউমার ছিল। টিউমার সারাতে অপারেশন করিয়েছে দরিদ্র তৌহিদের পরিবার। কিন্তু অপারেশনের পরও ভালো হয়নি টিউমারটি। এরপর ধীরে ধীরে দুর্ভাগ্যবশত সেই টিউমারটি পরিণত হয়েছে মরণব্যাধি ক্যান্সারে। সারাদিন বিছানায় পড়ে থাকে সে। খাওয়া দাওয়া করতে না পারায় ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে তৌহিদ।

পরিবারের সঞ্চয়ের টাকা ও মায়ের ধার করা টাকা দিয়ে এতদিন চিকিৎসা করালেও তৌহিদকে বাঁচাতে হলে বিদেশে উন্নত চিকিৎসাসেবা প্রদান করতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আর এই চিকিৎসা করাতে হলে প্রয়োজন ৫ লক্ষ টাকা। দরিদ্র পরিবারের পক্ষে এত টাকা যোগান দেয়া অসম্ভব। তোহিদকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের কাছে সহযোগীতার হাত বাড়িয়েছেন এই মুক্তিযোদ্ধা পরিবার।

বৃদ্ধ মা নুরের নাহার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানো যাচ্ছে না। ছেলের চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে ২ লক্ষ টাকা লোন নিয়েছিলাম এখনো শোধ হয়নি। কখনো কারো কাছে হাত পাততে হয়নি সংসার চালাতে। কিন্তু ছেলেকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেও দ্বিধাবোধ করবো না। আমার স্বামী জীবন বাজি রেখে দেশকে শত্রুমুক্ত করেছে। এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন আপনাদের সহযোগীতা পেলে বাঁচবে আমার সন্তান।

তৌহিদকে সাহায্য করতে বিকাশ করুন- ০১৮২৫২৬৮৫৮২ (তৌহিদের মায়ের নাম্বার)

ডাচ বাংলা ব্যাংক (এজেন্ট ব্যাংকিং) একাউন্ট নং- ৭০১৭৫১২৩২১৮৪৯ (শরিফুল ইসলাম, তৌহিদের বড় ভাই)

ইমাম হোসেন, মীরসরাই, চট্টগ্রাম মোবাইল- ০১৮২২২২৪৪৪৫

 

Bootstrap Image Preview