Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নবীগঞ্জে বাস চাপায় নারীর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৫:৫৫ PM

bdmorning Image Preview


ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার নামক স্থানে বাস চাপায় রাজিয়া বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে স্থানীয় জনতার বাজারে মহাসড়ক পারাপার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজিয়া বেগমকে (৬৫) চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রাজিয়া বেগম ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামের আছিম উল্লার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় জনতার বাজারে মহাসড়ক পারাপার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট পরিবহণের একটি যাত্রীবাহী বাস অপর একটি গাড়িকে ওভারটেক করে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজিয়া বেগমকে (৬৫) চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দিকে ঘাতক ওই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন পিছু ধাওয়া দিয়ে পানিউমদা বাজার এলাকায় আটক করতে সক্ষম হন।

এ ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের এসআই মোজ্জামেল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে।

শেরপুর হাইওয়ে থানার পুলিশের এসআই মোজ্জামেল হক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview