Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পেসারদের ইনজুরিতে জর্জরিত কেকেআর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:৪০ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৪:০২ PM

bdmorning Image Preview


আইপিএল শুরুর আগেই ইনজুরি সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। চোটের কারণে দুই তরুণ পেসার কমলেশ নাগরকোটি ও শিবম মাভিকে আগেই হারিয়েছিল তারা। এবার কাঁধের চোটে দ্বাদশ আইপিএল থেকে ছিটকে গেলেন কেকেআরের প্রোটিয়া পেসার অ্যানরিচ নর্তজে।

আইপিএল শুরুর ৯ দিন আগে টুর্নামেন্ট থেকে দুই পেসার কমলেশ নাগরকোটি ও শিবম মাভি ছিটকে যাওয়ার ধাক্কা সামলে উঠার আগেই আবারো ইনজুরি হানা দিল তাদের শিবিরে। এবার চোটের জন্য ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার অনরিচ নরজে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নরজের। চার ম্যাচে নিয়েছিলেন আট উইকেট। ১২টি টি২০ ম্যাচে ১৯ উইকেট পেয়েছেন। কেকেআর এবার নরজেকে ২০ লাখ টাকায় কিনেছিল। কিন্তু ডান কাঁধের চোটের জন্য তিনি ৬ সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন। তাঁর পরিবর্ত এখনও ঘোষণা করেনি কেকেআর। তবে অনরিচের বদলে ক্রিস জর্ডন, ক্রিস ওকস বা কেন রিচার্ডসনের মধ্যে একজনকেনিতে পারে কেকেআর। 

অন্যদিকে কেকেআর শিবিরে কমলেশ নাগরকোটি ও শিবম মাভির পরিবর্তে দলে যোগ দিয়েছেন সন্দীপ ওয়ারিয়র এবং কেসি কারিয়াপ্পাকে। পিঠের ব্যথার কারণে  চলতি আসরে পিঠের ব্যাথ্যার কারণে ২০১৯ আইপিএল থেকে ছিটকে গেলেন মাভি৷

 

Bootstrap Image Preview