Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আজও বসুন্ধরায় মানববন্ধনে শিক্ষার্থীরা, আন্দোলন স্থগিত নয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৩:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আজ তৃতীয় দিনের মতো রাজধানীর ভিভিন্ন স্থানে  আন্দোলন ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, ডিএনসিসি মেয়র বলেছেন সাত দিনের মধ্যে তারা পরিকল্পনা করবে, এখানে আন্দোলন স্থগিতের কথা বলা হয়নি। আমাদের গত দুইদিনের যে আন্দোলন ছিল সেটা আমরা চালিয়ে যাবো। আন্দোলন স্থগিত করার বিষয়টি একটা মিস কমিউনিকেশনের কারণে হয়েছে।

তারা বলেন, গতকাল মেয়রের সঙ্গে যারা মিটিং করেছেন তারা কোনও কেন্দ্রীয় কমিটি না। আমাদের এই আন্দোলনের কোনও মুখপাত্র নাই। যারা প্রেস ব্রিফিং করেছে তারা আমাদের সঙ্গে আলোচনা না করেই প্রেস ব্রিফিং করেছেন। আমরা যেহেতু সবাই আন্দোলন করছি, সবার মতামত নিয়েই সিদ্ধান্ত জানাতে হবে। তারা আন্দোলনে আসে নাই এবং তাদের কথায় মানুষ আরও বিভ্রান্ত হয়েছে। আমাদের দাবি বাস্তবায়নের পর আমরা আন্দোলন স্থগিত করবো।

Bootstrap Image Preview