Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে টিভি সাংবাদিকদের আয়োজনে জিল্লুর রহমানের স্মরণসভা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ০৩:১২ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview


ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার  রাতে কিশোরগঞ্জের ভৈরব বাজার ছবিঘর শপিং কমপ্লেক্সস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রয়াত এই রাজনীতিককে স্মরণ করেন সাংবাদিকরা। স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক-প্রকাশক মো: তাজুল ইসলাম তাজভৈরবী, সময়টিভির মো: ফজলুর রহমান, ভৈরব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: বাহালুল খান বাহার, সংগঠনের সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক মো: আলাল উদ্দিন, বাংলাভিশনের প্রতিনিধি প্রভাষক সত্যজিৎ দাস ধ্রব, চ্যানেল টুয়েন্টি ফোরের মো: বিল্লাল হোসেন মোল্লা, দৈনিক আজকালকের খবরের কাজী আব্দুল্লাহ আল মাসুম, দৈনিক সময়ের আলোর রাজীবুল হাসান।

স্মরণসভায় বক্তারা বলেন, জিল্লুর রহমানের দেশপ্রেম, অহিসং রাজনীতি, জনগণের প্রতি ভালোবাসা-এইসব গুণাবলী বুকে ধারণ করলে দেশ ও সমাজ অনেক এগিয়ে যাবে। আমাদের চারপাশের রাজনৈতিক-সামাজিক পরিবেশ হবে শান্তিময়। জিল্লুর রহমানকে সাংবাদিক বান্ধব রাজনীতিবিদ উল্লেখ করে বক্তারা বলেন, সাংবাদিক এবং সাংবাদিকদের সংগঠনের প্রতি তাঁর অকৃত্রিম মমতা ছিলো। তিনি সব সময় তাঁদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতেন। পেশাগত দায়িত্ব পালনে অকৃত্রিমভাবে সাহায্য করতেন। তারা তাঁর মতো বিরলগুণের অধিকারী মানুষ একটি জনপদে খুব কমই জন্মে বলে অভিমত ব্যক্ত করেন।

Bootstrap Image Preview