Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ ১০ রান সংগ্রাহকের তালিকায় সাত ভারতীয় ও তিন বিদেশি 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ২১ মার্চ ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


১১ বছর পেরিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। শনিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বাদশ সংস্করণ। এতগুলো বছরে বাইশ গজ সাক্ষী অজস্ত্র রেকর্ডের। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট। ছক্কার বিচারে কে এগিয়ে, কার রানের পরিসংখ্যান কত, সব পরিসংখ্যানই চমকে দেওয়ার মতো।

শনিবার মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

চলুন তার আগে দেখে নেওয়া যাক সর্বোচ্চ রানের তালিকায় প্রথম দশে কারা রয়েছেন দেখা যাক।

১। সুরেশ রয়ানা

 

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে আছেন সুরেশ রায়না। চেন্নাই সুপার কিংস, গুজরাট লায়ন্সের হয়ে খেলা রায়নার টুর্নামেন্টে খেলেছেন ১৭৬টি ম্যাচ। ৩৪.৩৭ গড়ে তার মোট রান ৪৯৮৫।

২। বিরাট কোহলি

তালিকায় দুই নম্বরে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তেমন সাফল্য না থাকলেও ব্যাট হাতে কোহলি ঠিকই উজ্জ্বল। টুর্নামেন্টে ১৬৩ ম্যাচ খেলে ৪,৯৪৮ রান করেছেন কোহলি, ৩৮.৩৫।

৩। রোহিত শর্মা

এর পরেই আছেন রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার ১৭৩ ম্যাচ খেলে ৩১.৮৬ গড়ে করেছেন ৪৪৯৩ রান।

৪। গৌতম গাম্ভির

চার নম্বরেও আছেন একজন ভারতীয়। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক গৌতম গম্ভিরের ঝুলিতে রয়েছে ৪২১৭ রান। ১৫৪ ম্যাচে তার গড় ৩১.৮৩।

৫। রবিন উথাপ্পা

কলকাতার আরেক সাবেক রবিন উথাপ্পা আছেন ৫ নম্বরে। ১৬৫ ম্যাচ খেলে ৪,০৮৬ রান করেছেন তিনি, গড় ২৮.৫৭।

৬। শিখর ধাওয়ান

ভারতের আরেক অধিনায়ক শিখর ধাওয়ান আছেন তালিকার ছয় নম্বরে। ১৪৩ ম্যাচে ৩৩.২৬ গড়ে ধাওয়ানের রান ৪,০৫৮।

৭। মহেন্দ্র সিং ধোনি

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৭ নম্বরে আছে মহেন্দ্র সিং ধোনি। ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনি ১৭৫ ম্যাচে ৪০.১৬ গড়ে করেছেন ৪,০১৬ রান।

৮। ডেভিড ওয়ার্নার

শীর্ষ দশে প্রথম অভারতীয় হিসেবে ৮ নম্বরে আছে অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১১৪ ম্যাচে ৪০.৫৪ গড়ে এই অস্ট্রেলীয়র রান ৪,০১৪।

৯। ক্রিস গেইল

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল আছেন তালিকার ৯ নম্বরে। স্বঘোষিত এই ‘ইনিভার্সেল বস’ আইপিএলে মোট ম্যাচ খেলেছেন ১১২টি। তাতে ৪১.১৭ গড়ে তার রান ৩,৯৯৪।

১০। এবি ডি ভিলিয়ার্স

শীর্ষ দশের সর্বশেষ জন এবি ডি ভিলিয়ার্স। মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই প্রোটিয়া ১৪১ ম্যাচে ৩৯.৫৩ গড়ে ৩৯৫৩ রান করেছেন।

Bootstrap Image Preview