Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হঠাত্‍‌ আরবের আকাশে ‘রহস্যময় ছিদ্র’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সংযুক্ত আরব আমিরশাহির আল আইন শহরের আকাশে রবিবার হঠাত্‍‌ই রহস্যময় এক গোলকের উপস্থিতি জন্ম দিয়েছে নানা জল্পনা-কল্পনার। আক্ষরিক অর্থে প্রত্যক্ষদর্শীরা বিভ্রান্ত হয়ে পড়েছেন ওই গোলকে দেখে। ব্যাখ্যা নেই বলে বিস্মিতও। এরই মধ্যে বিশালাকার সেই রহস্যজনক গোলকের ভিডিও ভাইরাল হয়ে গেছে।

টুইটারে ওই ভিডিওটি পোস্ট করেন ইব্রাহিম আল জারওয়ান নামের একজন। তিনি ওই গোলককে উল্লেখ করেছেন 'whirlpool hole'। ভিডিও শেয়ার করে তিনি লিখছেন, এই বিরল-সুন্দর ঘটনা দেখা গেছে আল আইন শহরের ভোরের আকাশে। কৌতূহলী কারো কারো কাছে রহস্যময় গোলককে মনে হয়েছে ইউএফও। কেউ আবার উল্লেখ করেছেন বহির্বিশ্বের পোর্টাল হিসেবে। 

যদিও, কিছুক্ষণের মধ্যেই বিরল এই ঘটনার রহস্যভেদ করেছেন আবহাওয়াবিদরা। তারা জানাচ্ছেন, যখন মেঘের তাপমাত্রা হিমায়িতের নীচে নেমে যায়, অথচ মেঘে থাকা পানি বরফ না-হয়ে প্রচণ্ড ঠান্ডা অবস্থায় থাকে, আইস নিউক্লেশনের অভাবে বরফ হতে পারে না, তখনই এমন রহস্যজনক গোলক তৈরি হয়। 

আবহাওয়াবিদরা এই গোলককে বলছেন, fallstreak hole।

Bootstrap Image Preview