Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৪ জেলায় সড়কে ঝরলো ৯ প্রাণ

গোপালগঞ্জ, মাগুরা ও গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৬:০৬ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৮:৪৮ PM

bdmorning Image Preview


গোপালগঞ্জ, মাগুরা ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জে তিনজন, মাগুরায় একজন ও গাইবান্ধায় একজন নিহত হয়েছে।

অন্যদিকে সিরাজগঞ্জ সদর উপজেলায় হানিফ পরিবহনের দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি হেমন্ত বিশ্বাস জানান, গোপালগঞ্জে রেল-ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন মোটর-সাইকেলারোহী নিহত হয়েছে। বুধবার ভোরে গোপালগঞ্জ থানা-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এর আগে গভীর রাত সাড়ে ১২ টার দিকে শহর-সংলগ্ন ভেন্নাবাড়ী রেল-ক্রসিংয়ে ট্রেনের সংঙ্গে ধাক্কা খেয়ে ওই তিন ঘটনাস্থলেই মোটর-সাইকেলারোহী লাইনেই পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।
নিহতরা হল, গোপালগঞ্জ শহরের মোহম্মদপাড়া এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু আহম্মেদ সিকদার (২৫), একই এলাকায় বসবাসরত নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা গ্রামের কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯) এবং গাজীপুর জেলার বাসন থানার দিঘীরতালা গ্রামের মোঃ সায়দান মোল্লার ছেলে লেবু মোল্লা (২৫)। জানা গেছে লেবু মোল্লা একটি বিয়েতে অংশ নিতে গাজীপুর থেকে গোপালগঞ্জে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিনজন একটি মোটর-বাইকযোগে যাওয়ার পথে গোবরা স্টেশন থেকে যাত্রীশূণ্য একটি ট্রেন গোপালগঞ্জ স্টেশনে আসার পথে ভেন্নাবাড়ী রেল-ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ক্রসিংয়ে রেলের কোন নিরাপত্তা-কর্মী সেখানে ছিল না বলে জানা গেছে। পরে সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
গোপালগঞ্জ থানার এসআই আব্দুল বারেক জানিয়েছেন, রাত সাড়ে ১১ টার দিকে ট্রেনটি যাত্রী নিয়ে গোপালগঞ্জে পৌছে। পরে লাইনে শেষপ্রান্ত গোবরা স্টেশন থেকে ট্রেনটি ঘুরিয়ে পুনরায় গোপালগঞ্জ স্টেশনে আসার পথে ভেন্নাবাড়ী রেল-ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে পুলিশের এসআই মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু’র মামলা হয়েছে। হাসপাতাল মর্গে ময়না-তদন্ত শেষে মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জে রেল চালু হওয়ার পর এধরণের দূর্ঘটনা এটাই প্রথম।

আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, সুন্দরগঞ্জ উপজেলার ছাইতনতলা বাজারের শাখামারা ব্রিজ এলাকায় বুধবার সকালে ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রীর নাম সুমি আকতার (১৫)। এ ঘটনায় শাহানাজ আকতার (১৬) নামে আরও এক স্কুলছাত্রী আহত হয়েছে। নিহত সুমি ওই উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির মেয়ে। সে স্থানীয় করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। আহত শাহানাজ স্থানীয় কাটগড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সুমি ও শাহনাজ বাইসাইকেলে চড়ে ছাইতানতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিল। তারা শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমি নিহত ও শাহনাজ আহত হয়। শাহনাজকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

আমাদের মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা শহরের পারনান্দুয়লী বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় ইউনিক পরিবহনের একটি বাসের ধাক্কায়  নিহত হন সালাম মন্ডল (৮৩)  নামের এক বৃদ্ধ। তার বাড়ি মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামে।  

মাগুরা সদর থানার এসআই লিটন চন্দ্র দাস জানান, সকাল ৯টার দিকে সালাম মন্ডল বাস টার্মিনালের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দর্শনাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে। পুলিশ বাসটি আটক করেছে।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ সদর উপজেলায় হানিফ পরিবহনের দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, বিকেলে হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সয়দাবাদ এলাকায় একই কোম্পানির ঢাকাগামী অপর একটি বাস অবৈধভাবে রাস্তায় ডান পাশে ঢুকে পড়ে। এতে বাস দু'টির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। এ সময় উভয় বাসের আরও ১৭ যাত্রী আহত হন। উদ্ধার করে তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে আরো দু'জনের মৃত্যু হয়। হতাহতদের নাম ও পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ ও অর্থোপেডিক সার্জন ডা. ওলিউজ্জামান বলেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

Bootstrap Image Preview