Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপ-নির্বাচনে সাঘাটায় ১৩ জনের জামানত বাজেয়াপ্ত

মোস্তাফিজুর রহমান, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৩:১৩ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০৩:১৩ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১৮ র্মাচ অনুষ্ঠিত ভোটে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগের কম ভোট পাওয়ায় সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

সে অনুযায়ী সাঘাটা উপজেলায় চেয়ারম্যান পদে জাতীয় পার্টির এ কে এম মমিতুল হক সরকার ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মাছুদুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান পদে জাকির হোসেন, রনজিৎ রায়, লিয়াকত আলী খন্দকার, এ টি এম সাখাওয়াৎ হোসেন রুবেল, শাহ আলম ও আব্দুল খালেক ভোলা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন বেগম, সাহানাজ খাতুন, তাজমিন বেগম, লতিফা বেগম ও জরিনা বেগমের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন নজরুল ইসলাম বলেন, এবার চেয়ারম্যান পদে ৪ জন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জামানত হিসেবে জমা থাকে ১০ হাজার টাকা করে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেই তার জামানতের টাকা নিয়মানুযায়ীই বাজেয়াপ্ত হয়। 


 

Bootstrap Image Preview