Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুই বার কম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। 

বুধবার (২০ মার্চ) দেশটির ডেনিজলি প্রদেশের একিপায়াম শহর থেকে মধ্যম মাত্রার ভূমিকম্পটি উৎপত্তি হয়েছে। 

একিপায়াম শহরের মেয়র হুলুসি সেভকান জানিয়েছেন, প্রাথমিকভাবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুটি চ্যুতি রেখার উপর অবস্থান হওয়াতে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছিলেন।

Bootstrap Image Preview