Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক কবুতরের দাম ১২ কোটি টাকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


বেলজিয়ামে  আর্ম্যান্ডো নামের একটি রেসিং কবুতর বিক্রি হয়েছে, ১২ লাখ ৫২ হাজার  ইউরোতে।যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা অনলাইন নিলামে কবুতরটি বিক্রি হয়েছে।

জানা যায়, চীনের এক নাগরিক  কবুতরটির ক্রয় করেছেন। এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার রেসার কবুতর।

পিপা অনুসারে, আর্ম্যান্ডো যে কোনও অনলাইন নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েছে। পূববর্তী রেকর্ড ছিল ৩,৭৬,০০০ ইউরো যা গত বছরের নভেম্বরে হয়েছিল। এছাড়া এটি ৫০০,০০০ ইউরোর অফলাইন বিক্রির রেকর্ডও ভেঙ্গে দিয়েছে।

পিপার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নিকোলাস গাইসেলবার্ট বলেন, এই পায়রার একটি রেস রেকর্ড রয়েছে যা কখনও অন্য কোন পায়রা করতে পারেনি।

Bootstrap Image Preview