Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় ভুল চিকিৎসায় প্রসূতি ও শিশুর মৃত্যু

আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview


কুমিল্লায় ভুল চিকিৎসায় নয়ন নামে এক প্রসূতি ও তার শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় নগরীর তেলিকোনা এলাকায় নিবেদিতা নামে একটি প্রাইভেট হাসপাতালে এ ঘটনা ঘটে।

এসময় উত্তেজিত রোগীর স্বজনরা হাসপাতালটি ভাংচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই গৃহবধূর পরিবারকে ৫ লাখ টাকা দিয়ে রফাদফা করে হাসপাতাল কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর মুরাদপুর এলাকার মালেশিয়া প্রবাসী সবুরের অন্তঃসত্ত্বা স্ত্রী নয়নকে মঙ্গলবার সকালে ওই হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় জোরপূর্বক সিজারকালে সে ও তার শিশু মারা যায়। খবরটি তাৎক্ষনিক ছড়িয়ে পড়লে স্বজনরা ওই হাসপাতাল ঘেরাও করে ভাংচুরের চেষ্টা চালায়। পরে স্থানীয় সমঝোতায় হাসপাতালের পরিচালক চেকের মাধ্যমে রাতেই নিহতের পরিবারকে ৫ লাখ টাকা প্রদান করেন। কুমিল্লা চকবাজার পুলিশ

ফাঁড়ির পরিদর্শক সালাহউদ্দিন জানান, নিহত পরিবারের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। 
 

Bootstrap Image Preview