Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্বর্ণ চোরাচালান মামলায় দুই কেবিন ক্রু রিমান্ডে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ২০ মার্চ ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


স্বর্ণ চোরাচালান মামলায় সৌদি এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামিদের এক দিন করে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- সায়মা আক্তার (৪০) ও ফারজানা আফরোজ (৩২)। সায়মার রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা আসামিকে চেক করে গোপনাঙ্গ থেকে মোট তিন কেজি ২৭ গ্রাম ওজনের ২৬ পিস গোল্ডবার উদ্ধার করেন।

যার বর্তমান বাজারমূল্য এক কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। স্বর্ণের প্রকৃত মালিক ও অপরাপর সহযোগী আসামিদের নাম-ঠিকানা ও গ্রেফতারের লক্ষ্যে এ আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি।

ফারজানা আফরোজের রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম কর্মকর্তারা আসামিকে চেক করেন এবং তার প্যান্টের পকেট থেকে মোট এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০ পিস গোল্ডবার উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্য ৫৮ লাখ ১৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানায়। স্বর্ণের প্রকৃত মালিক ও অপরাপর সহযোগী আসামিদের নাম-ঠিকানা ও গ্রেফতারের লক্ষ্যে এ আসামিকে হেফাজতে জিজ্ঞাসাবাদ জরুরি।

এর আগে রবিবার (১৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০২ ফ্লাইটে তারা ঢাকায় আসেন। পরে বিমানবন্দর আর্মড পুলিশের সহায়তায় তাদের আটক করে ঢাকা কাস্টম হাউস। পরে সায়মা আক্তারের গোপনাঙ্গ থেকে ২৬ পিস এবং ফারজানার প্যান্টের পকেট থেকে ১০ পিস সোনার বার উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview