Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজারে বিদ্রোহী ৪, আ'লীগ ৩ প্রার্থী বিজয়ী

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:৫৩ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:৫৩ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারের ৭টি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪টিতে স্বতন্ত্র প্রার্থী এবং ৩টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা।

জানা গেছে, বড়লেখা উপজেলায় ঘোড়া প্রতীকে ৪৩ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সোয়েব আহমদ। তার নিকটতম প্রতি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর পেয়েছেন ২০ হাজার ৫৭৩ ভোট।

জুড়ী উপজেলায় আনারস প্রতীক নিয়ে ২৫ হাজার ২৮২টি ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এম. এ. মহিত ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী গুলশান আরা মিলি পেয়েছেন ৫ হাজার ৭৭৬ ভোট।

কুলাউড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনারস প্রতীকে ৫৪ হাজার ৭টি ভোট পেয়ে জয়ী হয়েছেন শফি আহমদ সলমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আ স ম কামরুল ইসলাম ২৪ হাজার ১৩২ ভোট।

রাজনগরে কাপ-পিরিচ প্রতীকে ২৭ হাজার ৩৭৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শাহজান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মিছবাহুদ্দোজা আনারস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৩১২টি ভোট।

যদিও বিকেলেই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন আছকির খান। 

কমলগঞ্জে নৌকা প্রতীক নিয়ে ৪৯ হাজার ১'শ ৮৪টি ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক রফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ইফতেখার আহমদ বুলবুল আনারস প্রতীক নিয়ে ১৯ হাজার ৪'শ ৫০টি ভোট পেয়েছেন।

শ্রীমঙ্গলে নৌকা প্রতীক নিয়ে ৫১ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের রনধীর কুমার দেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৫৮০ ভোট।

এছাড়া সদর উপজেলায় আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কামাল হোসেন। 
 

Bootstrap Image Preview