Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদে হামলার ভিডিও শেয়ার করলে ৮ লাখ টাকা জরিমানা, ১৪ বছর জেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:২৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলার ভিডিও শেয়ার কিংবা ভিডিওটি যেকোনো উপায়ে সংরক্ষণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইলের।

এমনকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিলে ১০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৪৩ হাজার ৮৮০ টাকা জরিমানা এবং ১৪ বছরের কারাদণ্ডের বিধান করেছে দেশটির সরকার।

দেশটির প্রাইভেসি কমিশনার জন এডওয়ার্ডস এ ঘোষণা দিয়েছেন। খবর ডেইলি মেইলের।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা বন্দুক হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। এ সময় ওই হত্যাযজ্ঞ ফেসবুকে লাইভস্ট্রিম করেন ওই হামলাকারী, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Bootstrap Image Preview