Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে নির্বাচনে বিজয়ী হলেন যারা

আবু ইউসুফ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার হোসেনকে বিপুল ভোটে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল মোটরসাইকেল প্রতিকে বিজয়ী হয়েছেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জারজিস হাসান মিঠু (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন (হাঁস) প্রতিকে বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে নির্বাচিতদের বিজয়ী ঘোষণা করা হয়।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, এবারে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট অনুষ্ঠিত হয়।

উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল মোটরসাইকেল প্রতিকে ৩৭,৯৭৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ১৩,৪৪১ পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে জারজিস হাসাস মিঠু (টিউবওয়েল) ১৭,৬১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এতে নিকটতম প্রতিত্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম (তালা) প্রতিকে ১১,৬৯৪ ভোট পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভিন (হাঁস) প্রতিকে ৩৬,৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এতে নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাজ বেগম সাথী (ফুটবল) প্রতিকে ১৮,৮৬৩ ভোট পেয়েছেন।

নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন আরো জানান, নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview