Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে উপ-নির্বাচনে বিজয়মালা যাদের গলায় 

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০৪:৫৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা নির্বাচনে সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ৩৬টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার ৭২ হাজার ৬৫৪ জন।  

এই নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতীকে পেয়েছে, ১২ হাজার ৮'শ ৬৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬'শ ৮৭ ভোট। 

ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, জাহিরুল ইসলাম মুরাদ তালা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৫'শ ৫৩টি এবং  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাহাদ মিয়া টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ৮'শ ৪টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সেলিনা ইয়াসমীন ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ১৪ হাজার ৮'শ ৬৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহিনী বেগম কলস প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৩'শ ৪টি।
 

Bootstrap Image Preview