Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেই নিজের মামলা লড়বে মসজিদে হামলাকারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার প্রধান আসামি ব্রেনটন ট্যারেন্ট তার আইনজীবীকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, পরবর্তী শুনানিতে নিজেই আদালতে লড়বে বলে জানিয়েছে সে। সোমবার আদালত নিযুক্ত ট্যারেন্টের আইনজীবী রিচার্ড পিটার্স এ কথা জানিয়েছেন

রিচার্ড পিটার্স জানান, ব্রেনটন ট্যারেন্ট নিজেই নিজের প্রতিনিধিত্ব করবেন আদালতে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো মনে হয়েছে। আগামী ৫ এপ্রিল ট্যারেন্টকে দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় খ্রিস্টান জঙ্গির হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন ৫০ জন।

এদের মধ্যে ৪ বাংলাদেশি রয়েছেন। ওই হামলায় আহত আরও ৪৮ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

Bootstrap Image Preview