Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিহতদের স্মরণে নীরবে দাঁড়িয়ে আজান শুনলেন নিউজিল্যান্ডের শতাধিক শিক্ষার্থী (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১২:৩৭ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১২:৩৭ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় নিহতদের স্মরণ করে দেশটির ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীরবে দাঁড়িয়ে আজান শুনলেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে আজানের সুমধুর ধ্বনি সবাই পিনপতন নীরবতায় শুনলেন। ক্রাইস্টচার্চের ওই বিশ্ববিদ্যালয়টি শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে আয়োজিত ওই স্মরণসভার ভিডিও সামাজিক যোগোযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলায় নিহতদের স্মরণে ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থীর ওই আজান শোনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, আজান চলার সময় নিজেদের মধ্যে একবারও কথা বলেননি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নীরবে দাঁড়িয়ে ওই আজান শুনছেন আর আজানের প্রতি সম্মান দেখাচ্ছেন।

গত শুক্রবার ওই শহরেই দুই মসজিদে ঢুকে নির্বিচারে গুলি করে এক উগ্রবাদী, কট্টর ডানপন্থী মুসলিম ও অভিবাসীবিদ্বেষী শ্বেত জঙ্গি ব্রেনটন টেরেন্ট। ওই হামলায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ওই হামলা চলার সময় টেস্ট ম্যাচ খেলার জন্য ক্রাইস্টচার্চ শহরেই ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম হামলা হওয়া আল নূর মসজিদেই জুমার নামাজ পড়ার কথা ছিল তামিম-মুশফিকদের।

পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে বেঁচে যান তারা। মাঝপথে এক নারী জানিয়ে দেন, মসজিদে গোলাগুলি হচ্ছে। এ খবরে দ্রুত হোটেলে ফিরে যান ক্রিকেটাররা।

Bootstrap Image Preview