Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে ১৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১২:০০ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১২:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৩ মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আত্মকৃতদের দেওয়া তথ্যমতে গত ১১ মার্চ থেকে টানা ৬ দিন জেলার কাপাসিয়া ও শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার টামনী কোনাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে কাজল মিয়া (২৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের মাইনুদ্দিনের ছেলে আবু সাঈদ (২০) ও আমরাইদ গ্রামের রফিকের ছেলে শাহীন (২২)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহসানুজ্জামান জানান, গত ২২ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় মোটরসাইকেল চুরির একটি মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তিন মোটরসাইকেল চোরকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ১৩টি মোটরসাইকেল উদ্ধার করে।

উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মালিকানার পরীক্ষা নিরীক্ষা চলছে। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview