Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঘূর্ণিঝড়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে মোজাম্বিকে ১ হাজার লোকের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপ ন্যুসি।

সোমবার দেশটির এক রেডিওতে এ কথা বলেন তিনি।

মোজাম্বিকে গত বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি বয়ে যায়। এর পরে দেশটিতে বন্যারও দেখা দিয়েছে।

ফিলিপ বলেন, এ পর্যন্ত ৮৪ জনের বেশি লোকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু আমরা আশঙ্কা করছি সেটা ১ হাজার লোক ছাড়িয়ে যাবে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় ইদাইয়ের ফলে সৃষ্ট বন্যায় ১ লাখ লোক বিপদে আছে।

মোজাম্বিকের পরিবেশ মন্ত্রী সেলসো কোরেয়া বিরা আন্তর্জাতিক বিমানবন্দরে এএফপিকে বলেন, ‘আমি মনে করি এটি হচ্ছে মোজাম্বিকে ঘটে যাওয়া সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়টি দেশটির সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমাদের সবচেয়ে অগ্রাধিকার হচ্ছে মানুষকে বাঁচানো।’

মোজাম্বিকের অধিক ক্ষতিগ্রস্ত অনেক এলাকাতে এখনও প্রবেশ করা যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

জাতিসংঘের একজন ত্রাণ কর্মী জানান, দেশটির বেইরা নামক এক শহরের পাঁচ লক্ষাধিক মানুষের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়া ঘূর্ণিঝড় ইদায়ের কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎহীন ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Bootstrap Image Preview