Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাইনচ্যুত হয়ে উল্টে গেলো মালবাহী ট্রেন, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৮:৪৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৮:৪৪ PM

bdmorning Image Preview


কঙ্গোতে একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

রবিবার গণপ্রজাতন্ত্রী কঙ্গোর বেনা লেকা উপনিবেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। পন্যসামগ্রীর বদলে অবৈধভাবে লোকজন ট্রেনটির ভেতরে করে যাচ্ছিল।

রেলওয়ের এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ট্রেনের বেশ কয়েকটি বগি এখনও উল্টে আছে। সেখানেও লোকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত এক মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনা ঘটলো কঙ্গোতে। এর আগে গত মাসে কালেন্ডা স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারায়।

Bootstrap Image Preview