Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শেষ হলো মৌলভীবাজারের ৭ উপজেলার ভোট, ফলাফলের অপেক্ষায় প্রার্থীরা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৮:২৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৯:০১ PM

bdmorning Image Preview


মৌলভীবাজারে সাত উপজেলায় ২য় ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শেষ হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয়েছে ভোট গণনা। এখন এ সাত উপজেলায় ফলাফল জানার অপেক্ষায় প্রার্থী-সমর্থকরা।

জেলায় চেয়ারম্যান পদে ২০, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩৫ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২৮ জনসহ মোট ৮৩ জন প্রতিদন্ধিতায় রয়েছেন।

নির্বাচনে জেলার উপজেলা শহরের ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিলো। তবে চা বাগান এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার, বিজিবি ও র‌্যাব মাঠে মোতায়েন টহলে ছিলো। তারমধ্যে ২ হাজার পুলিশ, ৬ হাজার আনসার, ১৮ প্লাটুন বিজিবি মাঠে কাজ করেছে। স্টাইকিং ফোর্স হিসেবে আইনশৃংখলা বাহিনীকে টহলে দেখা গিয়েছে।

উপজেলাগুলো হলো মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, জুড়ী ও বড়লেখা। এ সাত  উপজেলার নির্বাচনে সংঘাত, সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে নির্বাচন। নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন ছিল হার্ডলাইনে।

Bootstrap Image Preview