Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাঁজার তোশক নিয়ে দুবাই যাওয়ার চেষ্টা, চট্টগ্রাম বিমানবন্দরে ধরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৭:৩৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি গাঁজা দিয়ে তৈরি একটি তোশক উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার সকালে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন মো. রুবেল নামের ওই ব্যক্তি। এ ঘটনায় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে।

আটক রুবেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের দানাশী চরি লাম এলাকায়। তার মালপত্র স্ক্যানার মেশিনে পরীক্ষা করার সময় চেকারদের সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় অভিনব কৌশলে তোশকের ভেতরে লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে চেকাররা।

জানা গেছে, গাঁজা দিয়ে ওই তোশকটি তৈরি করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরে অপেক্ষমাণ নিজাম উদ্দিন নামে রুবেলের এক সহযোগীকে আটক করা হয়েছে। তার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট থানার শ্যামপুরে।

এ ব্যাপারে বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সারওয়ার-ই-আলম বলেন, ‘দুবাইগামী এক যাত্রীর তোশকের ভেতর রাখা গাঁজা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে আইনি প্রক্রিয়া শেষে আটক রুবেলকে গাঁজাসহ নগরীর পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’

Bootstrap Image Preview