Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় ২ ফ্যাক্টরি মালিককে জরিমানা

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৭:২৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৭:২৪ PM

bdmorning Image Preview


খাদ্যে ভেজাল, বিষাক্ত রাসায়নিক ব্যবহার ও মূল্য তালিকা না থাকার অপরাধে নাটোরের সিংড়ায় দুই ফ্যাক্টরি মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে পৌর শহরের গোডাউন পাড়ায় দুই ফ্যাক্টরি মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মিষ্টি ফ্যাক্টরির মালিক অতিশ চন্দ্র হালদারকে ৫ হাজার টাকা ও দাদা ভাই চানাচুর ফ্যাক্টরির মালিক সুকুমার পালকে ৪ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাবের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, সিংড়া থানার এএসআই আরমান হোসেন, ক্যাবের উপজেলা শাখার সদস্য আবু জাফর সিদ্দিকী প্রমুখ।

Bootstrap Image Preview