Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নিজেই ইন্টারভিউ নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করবেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৬:৪২ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview


ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনে কোন সুপারিশ গ্রহণ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বাংলাদেশে ব্যাংক খাতে মানুষের আস্থা কমে গেছে। আস্থা ফিরিয়ে আনতে সব ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।

আজ সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময় তিনি জানান, আগামীতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ইন্টারভিউয়ের মাধ্যমে গঠন করা হবে। যাকে তাকে ব্যাংকের পর্ষদ বসানো হবে না।

আগামীতে নিজেই ইন্টারভিউ নিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করবেন বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের আইনানুগ শাস্তি দেওয়া হবে। আর যারা ভালো ব্যবসায়ী তাদের পুরস্কৃত করা হবে।

অর্থমন্ত্রী বলেন, এখন থেকে চক্রবৃদ্ধি হারে সুদ নেওয়া হবে না। ব্যাংকের সুদ হবে সহজ-সরল। বার্ষিক হারে সুদ বৃদ্ধি পাবে। কেননা সুদ দিতে গিয়ে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে পড়ে।

মুস্তফা কামাল বলেন, যারা ব্যাংক বোঝে এমন লোকদের দিয়ে ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন করবো। চাকরি পায়না তাদের ধরে এনে ব্যাংকের পরিচালক বানিয়ে দেয় এটি বন্ধ করে দেব।

বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সব পরিচালক উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview