Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাকসু আন্দোলন মঞ্চের আলোচনা সভায় প্রশাসনের বাধা

রাবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৬:১৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৬:১৩ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আন্দোলন মঞ্চের 'কেমন বিশ্ববিদ্যালয় চাই' শীর্ষক আলোচনা সভা করতে প্রশাসন 'বাধা' প্রদান করেছেন।

সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলনে মঞ্চের নেতাকর্মীরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা নিয়ে রাকসু আন্দোলন মঞ্চ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য মুক্তমঞ্চে অনুমতি দেওয়া হলেও পরবর্তীতে রাকসু আন্দোলন মঞ্চের অনুমতি বাতিল করেছে প্রশাসন। এ ব্যাপারে প্রক্টরের সাথে দেখা করতে চাইলে তিনি অস্বীকৃতি জানান ও কর্মসূচি বাতিল করার জন্য চাপ প্রয়োগ করেন এবং রাকসু আন্দোলন মঞ্চের কার্যক্রম বন্ধ করার জন্য হুমকি দিতে থাকেন।'

তিনি আরও জানান, পরবর্তীতে প্রোক্টর দফতরে মুক্তমঞ্চ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের যে কোন জায়গায় কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন দিতে গেলে দফতরের এক কর্মকর্তা ‘জমা নেওয়া নিষেধ আছে’ জানিয়ে আবেদনপত্র জমা নিতে অস্বীকৃতি জানান। পরে ছাত্র উপদেষ্টাকে ফোন করে বিষয়টি অবহিত করলে তিনিও একই রকম উত্তর দেন এবং উপাচার্য স্যাারের নিষেধ আছে বলে জানিয়ে দেন।

আলোচনা সভায় বাধা দেওয়ার বিষয়ে প্রশাসন সম্পর্কে আব্দুল মজিদ অন্তর বলেন, আমাদের আয়োজন ছিল ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক শিক্ষক শিক্ষার্থীদের ভাবনা। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকগণ উপস্থিত থাকবেন জেনেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যুনতম সৌজন্যবোধ ও সহযোগিতা না করে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আমাদের কর্মসূচি স্থগিত করতে বাধ্য করে। রাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা যখন স্বেচার হচ্ছে তখন প্রশাসন নির্বাচন না দেওয়ার পায়তারা করছে। সংলাপের নামে মুলা ঝুলিয়ে সময়ক্ষেপন করছে।

এ সময় রাকসু আন্দোলন মঞ্চের নির্বাহী সমন্বয়ক শরিফ, ছাত্র ইউনিয়নের সভাপতি সাকিলা খাতুন, ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাব্বদ হোসেন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview