Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবস্থান কর্মসূচী সমাপ্ত ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী আজকের মত সমাপ্ত ঘোষণা করেছে আন্দোলনরত ৫ প্যানেলের শিক্ষার্থীরা। এ আন্দোলনে ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পদত্যাগসহ পাঁচ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানায় তারা।

স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান বলেন, আমাদের দিনব্যাপী এ অবস্থান কর্মসূচী  ছিল পূর্বঘোষিত। যেহেত অফিসিয়াল কাজ বিকাল ৫ টা পযর্ন্ত চলে সে জন্য বিকাল ৫ টার সময় আমাদের এ অবস্থান কর্মসূচী আজকের মত সমাপ্ত করা হচ্ছে। ৫ প্যানেল সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচী জানিয়ে দেয়া হবে।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সমালোচনা করে অরণি বলেন, তিনি আমাদের পিতৃতুল্য। ঢাবির অভিভাবক তারপরও সে আমাদের সাথে দেখা করতে আসেনি। আমারা এই ভিসির পদত্যাগ দাবি করছি।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান বলেন, ভিসি আখতারুজ্জামান অসুস্থতার অজুহাতে আমাদের সাথে দেখা করতে আসেননি। এই থেকে বোঝা যায় ঢাবির প্রসাশন উদাসীন। তারা সাধারণ শিক্ষার্থীদের কোন কথা শুনছে না।

আজকের মত অবস্থান কর্মসূচী সমাপ্ত জানিয়ে তিনি বলেন, আমরা ৫ প্যানেল আলোচনা করে পরবর্তী কর্মসূচী দেব।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বেলা ১২ দিকে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া ৫টি প্যানেলের নেতাকর্মীরা। এসব সংগঠন আজ ক্লাস বর্জন কর্মসূচিও দিয়েছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

তবে মিছিলে ছিলেন না নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ও বাম জোটের নেতা লিটন নন্দী। এই দুটি সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা জানান, নুরের বোন ও লিটন নন্দীর মা অসুস্থ থাকায় তারা মিছিলে যোগ দেননি।

এদিকে মিছিল শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন।

Bootstrap Image Preview