Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে জোড়া ইন্দ্রপতন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview


ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের ফাইনালে জোড়া অঘটন৷ ছেলে ও মেয়েদের সিঙ্গলসে ইন্দ্রপতন ঘটিয়ে খেতাবের দখল নিলেন আন্ডারডগ তারকারা৷

মেনস সিঙ্গলসের ফাইনালে ফেভারিট ছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী রজার ফেডেরার, যাঁকে সেমিফাইনালেই ম্যাচ ছেড়ে দেন রাফায়েল নাদাল৷ প্রতিপক্ষ হিসাবে ডমিনিক থিয়েম একেবারে হেলাফেলার না হলেও অভিজ্ঞতার দিক দিয়ে রজারের সামনে নিতান্ত আনকোরা৷ একটি মাত্র গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে ওঠা টুর্নামেন্টের সপ্তম বাছাই থিয়েমের চতুর্থ বাছাই ফেডেরারকে খেতাবি লড়াইয়ে পরাস্ত করা স্বাভাবিকভাবেই অঘটন হিসাবে ধরে বর্ণনা করা ছাড়া উপায় নেই৷

এক সেটে হেরে পিছিয়ে পড়া সত্ত্বেও থিয়েম ৩-৬, ৬-৩, ৭-৫ সেটে হারিয়ে দেন ফেডেরারকে এবং কেরিয়ারের প্রথম মাস্টার্স-১০০০ খেতাব ঘরো তোলেন৷ এই জয়ের সুবাদে কেরিয়ারের সেরা ৪ নম্বর এটিপি ব়্যাংকিংয়েও পৌঁছে গেলেন থিয়েম৷

অন্যদিকে ওমেনস সিঙ্গলসের ফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি কানাডিয়াম টিনএজার বিয়াঙ্কা আন্দ্রেস্কু তিন সেটের লড়াইয়ে পরাস্ত করেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কার্বেরকে৷ কানাডিয়ান তরুণীর এটিই কেরিয়ারের প্রথম ডব্লুটিএ খেতাব৷ ফাইনালে জার্মান তারকাকে ৬-৪, ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে দেন অষ্টাদশী বিয়াঙ্কা৷

ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে আন্দ্রেস্কু নাওমি ওসাকার পদাঙ্ক অনুসরণ করতে চান৷ গতবার ইন্ডিয়ান ওয়েলস চ্যাম্পিয়ন হওয়ার পর নাওমি দু’টি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের দখল নেন৷ বিয়াঙ্কা স্পষ্ট জানালেন, তাঁর পরবর্তী লক্ষ্য মেজর টুর্নামেন্টে নিজের সেরাটা মেলে ধরা৷

Bootstrap Image Preview