Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিক্ষোভ মিছিলে নেই ভিপি নুর ও লিটন নন্দী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:১০ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বাতিল এবং পুনঃতফসিল ঘোষণার দাবিতে ৫ প্যানেলের আন্দোলনে একাত্বতা প্রকাশ করলেও বিক্ষোভ মিছিলে ছিলেন না ঢাকসু ভিপি নুরুল হক নুর ও বাম জোটের নেতা লিটন নন্দী।

আজ সোমবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১২ দিকে রাজু ভাস্কর‌্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ৫ প্যানেলের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলাভবন, গ্রন্থাগার, মধুর ক্যান্টিন, ব্যবসা অনুষদসহ বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ.আর.এম. আসিফুর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উম্মে হাবিবা বেনজির, প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থী জিএস প্রার্থী ফয়সাল মাহবুব। কিন্তু মিছিলে ছিলেন না ভিপি নুরুল হক নুর ও বাম জোটের নেতা লিটন নন্দী।পরে তাদের সংগঠনের নেতাকর্মীরা জানান, পরিবারের সদস্যের অসুস্থতার কারণে দু’জনই মিছিলে আসতে পারেননি। নুরের বোন অসুস্থ। আর লিটন নন্দীর মায়ের রক্তচাপ বেড়ে গেছে বরে জানা গেছে।

এদিকে মিছিল শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করার অনুমতি না মেলায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি। দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল।

সেখানে বক্তৃতায় ৫ প্যানেলের নেতারা বলছেন, ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। দাবিগুলো হচ্ছে- জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির অপসারণ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের ডাকসু আর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।

প্রসঙ্গত ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি এবং সমাজসেবা সম্পাদক ছাড়া বাকি ২৩টি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। ২৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে তা বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেল। তারা পুনর্নির্বাচন দাবি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে।

Bootstrap Image Preview