Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটারদের ফিরে আসায় বিসিবিতে দোয়া মাহফিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:৪৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:৪৮ PM

bdmorning Image Preview


গেল শুক্রবার ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা থেকে ভাগ্যের ছোঁয়ায় রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের নিয়ে আজ বিশেষ দোয়া মাওফিলের আয়োজন করা হয়।

সোমবার দুপুর ২টায় শের-ই-বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ প্রার্থনায় সামিল হন ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুশফিক রহিম, খালেদ মাসুদ ‍সূজন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও আকরাম খানরা। 

নিউজিল্যান্ডের আল নূর মসজিদের প্রবেশ গেট থেকে ২০ গজ দূরে থামে বাংলাদেশের ক্রিকেটারদের বাস। নেমে মসজিদের ভেতর যাওয়ার আগেই এক নারী চিৎকার করে বলতে থাকেন, তোমরা মসজিদে যেয়ো না। তারপরই রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন ক্রিকেটাররা।

বুদ্ধি করে বাস থেকে নেমে পার্কের ভেতর দিয়ে দৌঁড়ে মাঠে চলে যান মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম-মিরাজ-তাইজুলরা। পরে পুলিশের সহায়তায় তারা টিম হোটেলে পৌঁছান। সেখানে বিনিদ্র রাত পার করে শনিবার সকালে রওনা হন দেশের উদ্দেশে। একই দিন রাতে ১০.৪০ মিনিটে দেশে পৌছায় বাংলাদেশ দল। 

Bootstrap Image Preview