Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় টেস্টেই প্রথম জয় আফগানিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


আয়ারল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে প্রথম টেস্ট জয়ের গৌরব অর্জন করল আফগাস্তিান। নিজেদের নিজেদের ইতিহাসের মাত্র দ্বিতীয় টেস্টেই প্রথম জয়ের স্বাদ পেল তারা। 

রবিবার দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪২ রানের লিডে চাপা পড়ে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হলেও, দ্বিতীয় ইনিংসে তারা দাঁড় করায় ২৮৮ রানের সংগ্রহ।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড্রু বালবিরিনি ৮২ রান করেন। এছাড়া কেবিন ওব্রাইন ৫৬ ও এমসি কোলাম করেন ৩৯ রান।তবে তাদের ইনিংসে লম্বা হতে দেননি রশিদ খান। ৮২ রান দিয়েই একাই ৫ উইকেট নেন তিনি। টেস্টে প্রথম আফগান বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন রশিদ খান।

ফলে দুই ইনিংস মিলে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪৭ রান। ছোট রান তাড়া করতে নেমে ৫ রানের মাথায় শেহেজাদের উইকেট হারায় আফগানিস্তান। শুরুর ধাক্কা সামলে আজ চতুর্থ দিনে আফগান ব্যাটসম্যান ইহসানউল্লা (১৬) ও রহমত শাহ (১১) রান নিয়ে ক্রিজে ব্যাট করতে নামেন। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ১১৮ রান।

দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন ইহসানউল্লা ও রহমত শাহ। জয় থেকে ৩ রান দূরে থাকতে অথাৎ দলীয় ১৪৪ রানে ক্যামেরন ডোওকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে ফেরেন রহমত। ১২২ বল থেকে ৭৬ রান করেন তিনি।

পরের বলে অযথায় দুই রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন মোহাম্মদ নবী। অবশ্য পরের বলেই স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করেন হাসমতউল্লাহ শাহিদি। ম্যাচ সেরা হয়েছেন রহমত শাহ। আফগানিস্তানের মতো নিজেদের দ্বিতীয় টেস্টে প্রথম জয় পেয়েছিল ইংল্যান্ড ও পাকিস্তান।

এদিকে আয়ারল্যান্ডও ইতিহাসে নিজেদের টেস্টে খেলতে নেমেছিল। তবে জয়ের মুখ দেখতে পারল না। গেল বছর আয়ারল্যান্ডের টেস্টে অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে আর আফগানিস্তানের টেস্ট অভিষেক হয় ভারতের বিপক্ষে।

Bootstrap Image Preview