Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্রামে রোনালদো, টিকেটের অর্থ ফেরত চায় জুভেন্টাস সমর্থকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৬ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:৪৬ PM

bdmorning Image Preview


চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পরে সেরি আ-য় প্রথম ম্যাচে নেমে ধাক্কা খেল জুভেন্টাস। রবিবার রাতের ম্যাচে জেনোয়ার ঘরের মাঠ স্তাদিয়ো লুইজি ফেরারিসে ২-০ গোলে পরাজিত হয় জুভেন্টাস। এই ম্যাচে বিশ্রামে ছিলেন জুভেন্টাস তারকা ক্রিষ্টিয়ানো রোনালদো। 

স্বাগতিক জেনোয়ার একটি পেনাল্টিও ভিডিও প্রযুক্তিতে বাতিল করেন রেফারি। যা নিয়ে দু’দলের ম্যানেজারের মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। হারলেও সেরি আ-র টেবলে ‘ওল্ড লেডি’ ধরাছোঁয়ার বাইরে। ২৮ ম্যাচে পয়েন্ট ৭৫। সেখানে দু’নম্বরে থাকা নাপোলি ২৭ ম্যাচে ৫৭।

জেনোয়ার বিরুদ্ধে জুভেন্টাস ম্যানেজার মাসসিমিলায়ানো আলেগ্রি বিশ্রাম দিলেন রোনালদোকে। তাঁর বক্তব্য, ‘‘এই সপ্তাহটা ক্রিশ্চিয়ানোকে বাড়িতে বিশ্রাম নিতে বলেছি। প্রচুর খেলেছে। তার উপর দেশের হয়েও খেলতে হবে ওকে। তাই ক্রিশ্চিয়ানোকে নামানো ঝুঁকি হয়ে যাবে।’’

তবে রোনালদোকে না খেলানোয় ক্ষুব্ধ জুভেন্টাস সমর্থকেরা। এমনকি তারা টিকিটের টাকা ফেরতের দাবি জানায়। আলেগ্রি অবশ্য এই বিক্ষোভকে আমল দেননি। এদিকে আতলেতিকো দি মাদ্রিদ বিরুদ্ধে গোল করার পর রোনালদো আপত্তিকর অঙ্গভঙ্গির কারেণে উয়েফার কাছে শাস্তির অনুরোধ জানাবে। যার কারণে কোয়াটার ফাইনালের প্রথম ম্যাচে নিষিদ্ধ হতে পারেন।

এই প্রশ্নের জবাবে জুভেন্টার ম্যানেজার বলেন, ‘‘শাস্তির কথা আসছে কোথা থেকে? প্রত্যেকে নিজের মতো করে গোল বা জয়ের উৎসব করতে পারে। আমি তাতে অদ্ভুত কিছু দেখি না। মনে হয় না এর জন্য নির্বাসন হতে পারে।’’  

Bootstrap Image Preview