Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছন্দে লিভারপুল, অঘটনের শিকার চেলসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


ইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখল লিভারপুল। রবিবারের অ্যাওয়ে ম্যাচে লিগে অবনমনে থাকা ফুলহ্যামকে হারাল তারা। এই মুহূর্তে রীতিমতো ছন্দে রয়েছেন লিভারপুল তারকা সাদিও মানে। প্রথমার্ধে তাঁর গোলেই ম্যাচে লিড লিভারপুলের।

দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল বর্ষীয়ান মিলনারের। এই জয়ের ফলে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ম্যানসিটিকে চাপে রাখল তারা।

৩১ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি।

তবে এদিন অঘটন হয়ে প্রথম চারের লড়াইয়ে পিছিয়ে পড়েছে চেলসি। অ্যাওয়ে ম্যাচে এভার্টনের কাছে ২-০ গোলে হারল তারা। পজেশনাল ফুটবলে চাপ রাখলেও, গোলের খাতা খুলতে ব্যর্থ হন তাঁরা।এভার্টনের হয়ে গোল রিচারলিসন এবং সিগার্ডসন। এভার্টনের দুটি গোলাই আসের ম্যাচের দ্বিতীয়ার্ধে।

২০১৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম এভারটনের মাঠে কোনো গোল করা ছাড়াই হারল চেলসি। সেবার হোসে মরিনহোর অধীনে ১-০ গোলে হেরেছিল তারা।

এই ম্যাচ পর ৩০ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে চেলসি। ৩০ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানইউ। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম।

Bootstrap Image Preview