Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিষেক জয়ের দ্বারপ্রান্তে আফগানিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১২:০৪ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১২:০৫ PM

bdmorning Image Preview


টেস্টে ইতিহাসে নিজেদের অভিষেক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে নবাগত আফগানিস্তান। রবিবার দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম আফগান বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন রশিদ খান। আফগানিস্তানও তাদের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের মুখে পৌঁছে গেল।

এদিন দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্টের তৃতীয় দিনে রশিদ ৮২ রান দিয়ে ৫ উইকেট নেন। তার অসাধারণ বোলিংয়ে আয়ারল্যান্ডের ইনিংসও ২৮৮ রানে শেষ হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অ্যান্ড্রু বালবিরিনি ৮২ রান ছাড়া কেউই বড় রান তুলতে পারেননি।  ফলে দ্বিতীয় জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৪৭। দিনের শেষে ১ উইকেট হারিয়ে তারা ২৯ রান তুলেছে।

সোমবার আজ টেস্টের চতুর্থ দিনে টেস্ট ইতিহাসে অভিষেক জয়ে পেয়ে তাদের প্রয়োজন ১১৮ রান। শেষ খবর পাওয়া পর‌্যন্ত তাদের সংগ্রহ ৪৮ রানে ১ উইকেট। ক্রিজে ইনসানউল্লা ২১ ও রহমত শঅহ ২৫ রান নিয়ে ব্যাট করছেন। লালা বলে প্রথম জয় থেকে ৯৯ রান দূরে দাঁড়িয়ে আছে তারা। 

প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ১৭২ রানের জবাবে ৩১৪ রান করেছিল আফগদানিস্তান। ২ রানের জন্য শতরান হারান রহমত শাহ। হাশমতউল্লা শাহিদি ও আশগর আফগান যথাক্রমে ৬১ ও ৬৭ রান করেন।

Bootstrap Image Preview