Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরিষাবাড়ীর কোন জায়গায় রাজাকারের স্থান হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

এহসান তালুকদার, জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:৫৩ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:৫৩ AM

bdmorning Image Preview


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, সরিষাবাড়ীর কোন জায়গায় রাজাকারের স্থান হবে না। প্রতিটি রাস্তার মোড় বা বিশেষ স্থানে সোনার বাংলা গড়ার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কণ্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপিত হবে।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে রবিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামী বছর ১৭ মার্চে উপজেলায় পরিষদ স্থানে সারাদিন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ও মুক্তিযুদ্ধের চেতনায় সকল ভাষন ও গান পরিবেশিত হবে। অনুষ্ঠানে আগত সকল প্রতিযোগীদের আপ্যায়নসহ সব ধরণের ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসনকে প্রস্তুত থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, এ দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ এ দেশে বঙ্গবন্ধুর আর্দশ ছাড়া অন্য কোন আর্দশের রীতি থাকতে পারে না। এ জন্য সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় আবেগ আপ্লুত হয়ে কান্না বিজড়িত কন্ঠে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীত্ব দিয়েছেন। এ ঋন শোধ করার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদা রক্ষার জন্য তিনি সকলের প্রতি সহনশীলতা কামনা করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ হারুন অর রশীদ, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, শিক্ষার্থী আফিয়া আদিবা সুলতানা, আফরিন জাহান প্রান্ত প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগীতা ও মেধা অন্বেষায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

Bootstrap Image Preview