Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দক্ষিণ আফ্রিকায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

এস আই রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

রবিবার (১৭ মার্চ) বিকেল ৩ টায় দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার খালেদা আক্তারের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতেরর মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করে শুনান হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো বাণী পাঠ করে শুনান কনস্যুলার খালেদা আক্তার।

প্রধান অতিথি হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের শপথ নিতে হবে আমরা যেন আগামী প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরতে পারি। বর্তমানে জাতীয় পর্যায়ের ব্যক্তিদের মাঝে দুই ধরণের ইতিহাসের ব্যখ্যা শুনতে হয়, যা আমাদের পরবর্তী প্রজন্মকে বিভেদের দিকে ঠেলে দিবে। আমাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিনের কেক কেটে পরিবেশন করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশ নেয়া শিশুদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।

Bootstrap Image Preview