Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিজ হারে প্রভাব পড়েনি কোহলি-বুমরাদের র‌্যাঙ্কিংয়ে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ১০:২৪ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ১০:২৫ AM

bdmorning Image Preview


 

ঘরের মাটিতে দলগত ভাবে সফল গতে না পারলেও ব্যাক্তিগত সফলতা পেলেন কোহলি ও বুমরা। আইসিসি একদিনের আন্তর্জাতিকের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রীত বুমরাহ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজে ৩১০ রান করার সুবাদে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন বিরাট। অজিদের বিরুদ্ধে সিরিজে ২০২ রান করে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিং-এ দু নম্বর জায়গা ধরে রেখেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পেসার জশপ্রীত বুমরাহ। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বুমরাহ। অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পেসার জশপ্রীত বুমরাহ। ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন বুমরাহ। 

অন্যান্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কেদার যাদব অলরাউন্ডারদের তালিকায় ১১ ধাপ উঠে কেরিয়ারের সেরা ২৪ নম্বরে আছেন। দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ স্থানে। শনিবার শেষ হওয়া পাঁচ ম্যাচের সিরিজে ৩৫৩ রান করেন ডি কক। এর মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি। যা তাকে এনে দিয়েছে সিরিজ-সেরার পুরস্কার।ডি ককের ঠিক উপরের ধাপে আছেন নিউজিল্যান্ডের রস টেলর। 

Bootstrap Image Preview