Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩০ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩০ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা সেনা জোনের সম্মেলন কক্ষ্যে প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক নওরোজ নিকোশিয়ার পিএসসি জি'র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ২৪ পদাতিক আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একে এম সাজেদুল ইসলাম।

অনুষ্ঠানে সাজেদুল ইসলাম বলেন, প্রতিবছর বিশেষ দিনে বিশেষ শক্তি নিয়ে ফিরে আসে আজকের এই দিনটি। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না নিলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হতো না। বিকৃত ইতিহাস না জেনে আমাদের এই প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা জোনের জোনার ষ্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভুঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখে আশরাফ উদ্দিন, গুইমার থানার অফিসার ইনচার্জ বিদুৎ বড়ুয়া, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা প্রমুখ।

Bootstrap Image Preview