Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এবার ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে কথা বললেন প্রধাণমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


গত শুক্রবার নিউজিলান্ডের ক্রাইস্টচার্চে জুম্মার নামাজের সময় আল নূর মসজিদ এবং লিনউড মসজিদে বন্ধুকধারীদের হামলায় ৪৯ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়। এই ঘটনার শিকার হয়েছিল সফররত বাংলাদেশ দলও। তবে ভাগ্যের ফেরে কোন রকমে জীবন নিয়ে ফিরেছেন ক্রিকেটাররা।

এদিকে এই ঘটনার পর ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিবিসির সঙ্গে বাংলাদেশের প্রধাণমন্ত্রী শেখ হাসিনাও জানিয়েছে এখন থেকে ক্রিকেটাররা কোথায়ও সফরে যাওয়ার আগে নিরাপত্তা ব্যবস্থাকে পরীক্ষা-নিরীক্ষা করে তবেই পাঠানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীতে যেখানেই আমাদের ক্রিকেট টিম পাঠাব সেখানে অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করেই পাঠাব। কারণ আমাদের দেশে যারা খেলতে আসে তাদের আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি।’

শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত ভাষণের প্রারম্ভে এ কথা বলেন।

Bootstrap Image Preview