Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ’লীগ থেকে বহিষ্কার হতে পারেন রায়পুরার চেয়ারম্যান প্রার্থী সাদেকুর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০২:৫০ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০২:৫০ PM

bdmorning Image Preview


নরসিংদী রায়পুরা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের 'বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কার করার প্রস্তুতি চলছে। এদিকে সাবেক সংসদ সদস্য রাজু উদ্দিন আহমেদ রাজু দলের নৌকা প্রতীকের বিরোধীতা করে আসছেন। এবার বিএনপি সমর্থিত প্রার্থী না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের দুজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আওয়ামী লীগের প্রার্থীরা হলেন রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ও রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক।  

এদিকে দলের দুজন নেতা নির্বাচনে প্রার্থী হওয়ায় কিছু দিন আগে উপজেলা আওয়ামী লীগের এক বৈঠকে মিজানুর রহমানকে সমর্থন দেওয়া হয়। সেই সঙ্গে দলের আদেশ অমান্য করায় সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কারের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান থানার আওয়ামী লীগের সভাপতি আফজাল।

তিনি আরও বলেন, বিগত সময়ে সাবেক সংসদ সদস্য রাজু উদ্দিন আহমেদ রাজু দলের বিরোধীতা করে আসছে। আমি উপজেলা নির্বাচন করার সময় আমার বিরোধীতা করে আমাকে নির্বাচনে পরাজিত করে। একজন সংসদ সদস্য যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত যদি না মানে তাহলে কেন্দ্রীয়ভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবজাল এর বরাতে জানা যায়, জেলার দলীয় নির্বাচন হওয়ায় এই সাদেকুর রহমান সাদেক বিরোধীতা করায় তার বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার প্রয়োজনীয় তথ্যগুলো জেলা দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। দ্রুততর সময়ে একটি সিদ্ধান্ত আসবে বলে তিনি জানান।

এদিকে রাধানগর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী অভিযোগ করে বলেন, এই মরজাল ইউনিয়নের নাছিমা চেয়ারম্যান সাদেক চেয়ারম্যান এর মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এ  বিষয়ে বিভিন্ন সংবাদ কর্মীরা সংবাদ প্রকাশ করলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আমাদের থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার প্রতি খুবই ক্ষুব্ধ।

দলের সিদ্ধান্ত অনুযায়ী সরে দাঁড়ানোর জন্য আহ্বান করা হলেও একজন তা মানতে রাজি হননি। এ কারণে ওই বিদ্রোহী প্রার্থী সাদেকুর রহমানকে দল থেকে বহিষ্কারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Bootstrap Image Preview